• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৩১, ২০২১
জামালগঞ্জে প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সামগ্রী বিতরণ
জামালগঞ্জ প্রতিনিধি  ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
 বুধবার দুপুরে ফেনারবাক ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির সহায়তায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো এরশাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো রজব আলী,বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম কুমার তালুকদার,সাচনা বাজার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান ও  ফেনারবাক প্যানেল চেয়ারম্যান মো আসাদ মিয়া।
অনুষ্ঠানে ইউনিয়নের ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি হুইলচেয়ার, গঙ্গাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ফ্যান ও একটি ষ্টিলের আলমিরা,ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি ফ্যান ও ১টি স্টিলের আলমিরা,মাতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৯টি ফ্যান,বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি ফ্যান ও আমানিপুর কমিউনিটি ক্লিনিকে ২৫ হাজার টাকার বিভিন্ন ঔষধ বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন