বিশ্বনাথ প্রতিনিধি ::::
আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শেখ নেছার আহমদ ও শেখ মামুন উল্লাহ-এর পরিবারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিশ্বনাথ পৌর এলাকার শাহজিরগাঁও গ্রামস্থ প্রবাসীদের বাড়িতে এলাকার ১৩০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাল, সোয়াবিন তেল, ছানা, আলু, পিয়াজ, রসুন, লবন, আধা, খেজুর।
সংগঠক শেখ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও রাজনীতিবিদ রফিক আলীর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল আহাদ, ছাত্রনেতা ইমরান আহমদ সুমন, সংগঠক একে এম তুহেম, জাহাঙ্গীর আলম, তামিম আহমদ।
এসময় এলাকার প্রবীন মুরব্বী রমিজ উল্লাহ, আরশ আলী, মকরম আলী প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।