• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে আটককৃত খাসিয়াদের আদালতে প্রেরণ

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
কানাইঘাটে আটককৃত খাসিয়াদের আদালতে প্রেরণ

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট সীমান্ত থেকে আটককৃত দুই খাসিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।  বৃহস্পতিবার সকালের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এরপূর্বে গত বুধবার বেলা ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া এলাকা থেকে ৩টি একনালা বন্দুক, ১৬ পিছ সীশার গুলি, ধারালো ৩টি দা ও ১টি ছোরা সহ তাদেরকে আটক করে লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এরপর ঐদিন রাত ৮টার দিকে বিজিবি আটককৃতদের কানাইঘাট থানায় সোর্পদ করে। লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান বাংলাদেশ সীমান্তের অপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়ারা সীমান্তের ১৩২৪ নং মেইন পিলার হতে বাংলাদেশের ভিতরে অনাধিকার প্রবেশ করে। এতে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে আটককৃত ঐ দু’জন ব্যাতিত বাকিরা সবাই পালিয়ে ভারতের ভিতরে চলে যায়। এ সময় ৩টি একনালা বন্দুক, ১৬টি শীসার গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরা সহ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়া পুঞ্জির মৃত শ্রীরমের পুত্র শ্রী তাও ও শ্রী আলবানের পুত্র শ্রী ব্রাজিল নামে দুই ভারতীয় খাসিয়াকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এ ঘটনায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন বাদী হয়ে গ্রেফতারকৃত দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করে বলেন ভারতীয় খাসিয়ারা সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জন্য হয়তো জড়ো হয়েছিল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম জানান দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন