• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মীসহ আহত-২

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মীসহ আহত-২

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানু মিয়া সহ ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আশারকান্দি ইউনিয়নের জামালপুর রৌডর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানু মিয়া (৫৫) ও মৃত মছলন উল্ল্যার ছেলে নানু মিয়া (৪৫)।  বুধবার সন্ধ্যা ৬টায় আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।
আহতদের পরিবারের লোকজন জানান, জামালপুর রৌডর গ্রামের মৃত মহিত উল্ল্যার ছেলে আব্দুশ শহীদের সাথে দীর্ঘদিন ধরে ভুমি ও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ছানু মিয়া ও নানু মিয়া বাড়ি থেকে দাওরাই বাজারে যাওয়ার পথে বাজার এলাকায় পৌছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুশ শহীদের নেতৃত্বে ১০/১২জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ছানু মিয়া ও নানু মিয়ার চিৎকারে আশ-পাশ এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। আহতদের পরিবারের লোকজন আরো জানান, হামলাকারীরা এলাকায় বেপোরোয়াভাবে চলাফেরার কারনে আতংকিত অবস্থায় রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন