• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় রিকশা চালক ফরিদুল খুন :  দুইজনকে আটক করেছে পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
দক্ষিণ সুরমায় রিকশা চালক ফরিদুল খুন :  দুইজনকে আটক করেছে পুলিশ

যুগভেরী ডেস্ক ::: দক্ষিণ সুরমায় গাঁজা খেয়ে মারামারি করে সহযোগীদের হাতে খুন হয়েছেন এক যুবক। ফরিদুল ইসলাম (২৬) নামের ওই যুবক পেশায় রিকশা চালক।
রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। বর্তমানে তারা দু’জন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। তারা দু’জনই পেশায় রিকশা চালক। হত্যাকান্ডে অংশ নেয়া অপর আরেকজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে আবদুস সবুর মিন্টুর মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন চার রিকশা চালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়।
একপর্যায়ে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে অন্যরা। রাত সাড়ে ১২টার দিকে সহযোগীরা ফরিদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বি. এম আশরাফ উল্যাহ আরও জানান, হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন