• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের আনোয়ার জামান সজীব নাসার ফেলো নির্বাচিত

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
সুনামগঞ্জের আনোয়ার জামান সজীব নাসার ফেলো নির্বাচিত

জামালগঞ্জ প্রতিনিধি ::::
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) হাবল ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন তরুণ মহাকাশ বিজ্ঞানী ড. আনোয়ার জামান সজীব। তিনি সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ষোলোঘর বেরিগাঁও গ্রামের বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আবু নাসের ও আনোয়ারা সরকারের বড় ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-ের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের আপন ভাগ্নে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) প্রতি বছর ২৪ জন সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীকে ৩ বছর মেয়াদী নাসা হাবল ফেলোশিপ প্রদান করে থাকে। যারা জ্যোতিঃ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাবেন। চলতি বছরের নির্বাচিত সেরা ২৪ জনের মধ্যে একমাত্র বাংলাদেশী হিসেবে নাম লেখান আনোয়ার জামান সজীব। গত ৩১ মার্চ নাসার ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। এ ফেলোশিপের প্রোগ্রামটিকে নির্বাচিতদের গবেষণা বিষয়ে ভিত্তি করে আইনস্টাইন ফেলো, হাবল ফেলো ও সাগান ফেলো এ ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। আনোয়ার জামান সজীব আইনস্টাইন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল স্কলার হিসেবে নিয়োজিত আছেন। গবেষণায় তার আগ্রহের বিষয় হলো অবজারভেশনাল ফসমোলজি এবং গ্রাভিটেশনাল লেন্সিং। এ পর্যন্ত তার মোট ২১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল হাবল কনস্টাল্ট এর আরও সূক্ষ্মভাবে নির্ণয় করা।
সজীবের জন্ম সুনামগঞ্জ জেলায় হলেও বেড়ে ওঠা পুণ্যভূমি সিলেটে। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে। পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৯ম স্থান অধিকার করে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন। পরবর্তীতে জাপান সরকারের মনবসু স্কলারশিপ পেয়ে পাড়ি জমান জাপানে। ২০১৪ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে ¯œাতক সম্পন্ন করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আনোয়ার জামান সজীবের পিতামাতা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন