• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে দূর্ঘটনায় যুবক নিহত

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১
ছাতকে দূর্ঘটনায় যুবক নিহত

তপন জ্যোতি তপু,জাউয়া : ছাতকে নির্মাণাধীন সুরমা নদীর উপর সেতুর কাজ করতে গিয়ে দূর্ঘটনায় নবী হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নবী হোসেন পৌরসভার ৪ নংওয়ার্ডেও বাঁশখলাএলাকার আবুল লেইছের পুত্র। বুধবার ৭এপ্রিল সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদরহাসপাতাল মর্গে পাঠানে াহয়েছে। মঙ্গলবার ৬এপ্রিল সন্ধ্যায় নির্মানাধীন সেতুর নিচেওয়েল্ডিংয়ের কাজ করার সময় সেতুর উপরেরএকটি চেনকপ্পাছিড়ে নবী হোসেন উপর পড়লে সে গুরুতর আহতহয়। দ্রুত তাকে উপজেলা সদও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন