• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১
সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা সংক্রমণ রোধে ও সাধারণ মানুষকে সচেতনার লক্ষ্যে বৃহত্তর সিলেটের অ-রাজনৈতক ছাত্র সংগঠন সিলেট সামাজিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর সোবহানীঘাট এলাকায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ রোধে ও জনসেচনতা সৃষ্টিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটেশন বিতরণ করে সিলেট সামাজিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।
নেতৃবৃন্দরা মাস্ক বিতরণকালে বলেন, দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে চলেছে। ইতিমধ্যে সিলেটের শামসউদ্দিন হাসপাতালে করোনা রোগীদের সকল সিট ফিলাপ হয়ে গেছে। তাই আমাদের সকলকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে অতীতের ন্যায় আগামী দিনেও সিলেট সামাজিক ছাত্র আন্দোলন অসহায় মানুষের পাশে থাকবে।
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি হিলাল উদ্দিন শিপু, সিনিয়র সহসভাপতি ইয়াহিয়া বিন আনোয়ার চৌধুরী, সহসভাপতি চিরঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ মুন্না, সহসাধারণ সম্পাদক তাহরান তারেক।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মীর মুন্না, সহসাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক সিয়াম আহমেদ, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সুমন আহমদ, জাকির হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রহমান নাইম, সহ স্কুল বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, মাহবুবুর রহমান ফারহান, সদস্য
নাছির উদ্দীন নাফি, কাকন কর্মকার, মেহবুব আলম, গকুল তালুকদার, আহমদ শাকিল, রায়হান আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন