বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় করোনায় অসহায়, অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান।
দেশে চলমান লকডাউনে নিজ গ্রাম চরিয়া
ও দৌলতপুর গ্রামের কাজ হারিয়ে ঘরে বসে থাকা কর্মহীন সাধারণ মানুষ ও অসচ্ছল প্রায় অর্ধশতাধিক মানুষের ঘরে খাদ্যসামগ্রী
পৌঁছে দিয়েছেন তারা। এছাড়া এখন পর্যন্ত আরও প্রায় অর্ধশতাধিক মানুষকে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেছেন তারা।
গত সোমবার (১২ এপ্রিল) নিজবাহাদুরের চরিয়া ও দৌলতপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমানের ছোট ভাই সুহেল আহমদ। খাদ্যসামগ্রী ছাড়াও এখন পর্যন্ত আরও প্রায় অর্ধশতাধিক অসচ্ছল মানুষকে নগদ অর্থ সহযোগিতা দিয়েছেন তারা।
এ বিষয়ে লন্ডন প্রবাসী আতিকুর রহমান মুটোফোনে বলেন, দেশে করোনা সংক্রমনের প্রথম দিকেও আমরা প্রায় শতাধিক মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা আমাদের সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবারেও কিছু মানুষকে নগদ অর্থ ও রমজান সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আরও মানুষকে সহযোগিতা করার ইচ্ছা আছে।