• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র ইফতার মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত মে ৪, ২০২১
নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র ইফতার মাহফিল
যুগভেরী ডেস্ক ::: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর ইফতার মাহফিল। গত ২ মে রোববার রিগো পার্কের জয়া পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাপা’র সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণ করেন কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান। দোয়া পরিচালনা করেন বাপার সদস্য পুলিশ অফিসার হাজী রেজাউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন, অনুষ্ঠানের একমাত্র পৃষ্ঠপোষক কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাপার প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, ইভেন্ট কো অর্ডিনেটর পুলিশ অফিসার সরদার আল মামুন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অফিসার রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, ট্রাস্টি ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ আলী চৌধুরী, পাপিয়া শারমিন প্রমুখ। অনুষ্ঠানে বাপার সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, সাবেক সেক্রেটারি সার্জেন্ট হুমায়ূন কবির, কারেকশন অফিসার পলাশ, পুলিশ অফিসার মাকিজ, ডিটেকটিভ হাসনাত সহ বাপার শতাধিক সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম প্রিন্স ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তারা ‘বাপা’কে আরো শাক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, নিউইয়র্ক পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সাথে কমিউনিটির নিবিড় সম্পর্ক বহজাতিক এই সিটির শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সহজ হয়। বাপা সে লক্ষ্যেই কমিউনিটির সর্বস্তরের মানুষ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। করোনা মহামারি কালেও নিজেদের জীবন বাজি রেখে পুলিশ বাহিনী অসহায় মানুষের সেবায় নিয়োজিত।
এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলা সহ বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। বলা হয়, পুলিশ অফিসাররা অপতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন। তবুও সকলকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি যে কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
শুভেচ্ছা বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, সকল শুভকাজের সাথে থাকতে চাই। বাপার এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।
সংবাদটি শেয়ার করুন