কোম্পানীগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের উদ্যোগে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের ১৫ শ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী ইমরান আহমদ ঈদ উপহারসামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল বিশ্বাস ও ইয়াকুব আলী, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা ই-সার্ভিস অফিসার নাঈম হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাশিম প্রমুখ।
উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, মসুর ডাল, ছোলা, ময়দা, সেমাই, তেল ইত্যাদি। উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে তালিকা অনুযায়ী এসব উপহারসামগ্রী প্রত্যেক পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়।