• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৩৫৮

Daily Jugabheri
প্রকাশিত মে ৫, ২০২১
সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৩৫৮

যুগভেরী রিপোর্ট :::
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫৮ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৯১ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ১৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (৪ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৮৭৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৪২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৪১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৮২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৯১ জন করোনা আক্রান্ত রোগীর ৫৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়নি।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১১১ জন সিলেট জেলার, ১৬ জন সুনামগঞ্জের ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৩ জন বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৫৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৯০১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৪২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৩০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮১ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন রোগী। তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ২১১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১৯৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৫ জন ও হবিগঞ্জে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৯ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন