দোয়ারাবাজার প্রতিনিধি :::
দোয়ারাবাজারে বজ্রপাতে একজন কৃষক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন নতুননগর গ্রামের পাশে দেখার হাওরে এ ঘটনাটি ঘটে। বজ্রপাতে মৃত ব্যাক্তি হলেন নতুননগর গ্রামের মৃত. মফিজ আলীর পুত্র আব্দুল বাড়ি (৫৩)। পরিবার সুত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে দেখার হাওরে গরু চড়াইতে গিয়ে প্রচন্ড বজ্রপাতের কবলে পড়ে হাওরেই মৃত্যুর কুলে ডলে পরেন তিনি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের বড়ভাই মােঃ হােছন আলী ও মৃতার পরিবারের লােকজন বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিত ভাবে আবেদন করিলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলােচনাক্রমে নিহতের বড়ভাই মােঃ হােছন আলীর নিকট মৃত মােঃ আব্দুল বারী (৫৩) এর লাশ হস্তান্তর করা হয়েছে।