• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫০০ দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত মে ৬, ২০২১
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫০০ দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীন ৫০০ জন দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে উপহারসামগ্রীর হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
৫০০ জন দরিদ্রকে ৫ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, সেমাই ১ প্যাকেট, গুঁড়া দুধ ১ প্যাকেট, ১ টা হ্যান্ড স্যানিটাইজার, ১ টা সাবান ও ১ টি করে মাস্ক দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সৈয়দা শমসাদ বেগম, সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, জেলা আওয়ামী লীগ নেতা অমল কর, কৃষক লীগ নেতা যতীন্দ্র মোহন তালুকদার, যুবলীগ নেতা পাভেল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন