• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইভটিজিংয়ে বাধা দেয়ায় শাবি কর্মচারীর উপর সন্ত্রাসী হামলা !

Daily Jugabheri
প্রকাশিত মে ৭, ২০২১
ইভটিজিংয়ে বাধা দেয়ায় শাবি কর্মচারীর উপর সন্ত্রাসী হামলা !

নিজস্ব সংবাদদাতা, শাবি :::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের অফিস সহকারী শামসুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শামসুলের ভাতিজিকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় তার উপর হামলা হয়।
বৃহস্পতিবার (৬ মে) রাত ৮টার দিকে সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় কয়েকজন সন্ত্রাসী তার উপরনএ হামলা চালিয়েছন বলে নিশ্চিত করেছেন শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে শামসুলের ভাতিজিকে ইভটিজিং করে যাচ্ছে নয়াবাজার এলাকার কিছু বখাটে ছেলে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বখাটেদের ইভটিজিং করতে নিষেধ করতে যায় শামসুল। এরপর সন্ধ্যায় ইফতার শেষে শামসুল ও তার ভাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে নয়াবাজার আসার সময় নয়াবাজার এলাকায় তাদের বাইক আটকে রেখে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় শারীরিক ভাবে আহত হন তারা। বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীর রয়েছেন শামসুল।
তবে হামলাকারীদের মধ্যে নয়াবাজার এলাকার ছায়েদ, আরফিন শাহ, শুভ ও রোহান নামের ব্যক্তিদের চিনতে পারেন শামসুল। একই সাথে অজ্ঞাতনামা আরো কয়েকজন ছিল বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন