• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত মে ৭, ২০২১
জগন্নাথপুরে কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জগন্নাথপুর :::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুমা দাস (১৮) নেমের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের হাড়গ্রামে নিজ ঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এস উদ্ধার করে। সে ওই এলাকার নরেশ দাসের দ্বিতীয় মে।
সকাল ৯ টার দিকে ঘরের জানলা দিয়ে প্রথমে তাঁর ঝুলন্ত মরদেশ দেখতে পান প্রতিবেশী এক নারী। এসময় তিনি চিৎকার করলে লোকজন জড় হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই শামিমসহ একদল পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে এসআই শামিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এলাকার লোক জন বলছেন সে মানসিক রোগে আক্রান্ত ছিলো। এখন অপমৃত্যু মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন