• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া আর নেই

Daily Jugabheri
প্রকাশিত মে ৯, ২০২১
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি ::: সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনীবিল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান জজ মিয়া (৭৮) আর নেই। হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ রবিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সিলেটের একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ( ইন্না…. রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ভাই, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার মরদেহ আজ রাতেই সিলেট থেকে তার বাড়িতে আনা হবে এবং আগামীকাল সোমবার রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন শেষে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান রায়, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, সদস্য সচিব বিন্দু তালুকদার।

সংবাদটি শেয়ার করুন