• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কানাইঘাট লামাপাড়া মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত মে ১১, ২০২১
কানাইঘাট লামাপাড়া মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কানাইঘাট ::::
কিছু কুচক্রী মহল কর্তৃক কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া বায়তুল আমান জামে মসজিদ বিরোধি মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিরা। গত রবিবার (৯ মে) কানাইঘাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের পক্ষে কমিটির সদস্য জালাল আহমদ তার লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, বায়তুল আমান জামে মসজিদ এলাকার একটি অন্যতম বড় মসজিদ। মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রামের সর্বস্থরের লোকজনের মতামতের ভিত্তিতে মসজিদের যাবতীয় কাজ করে আসছেন বিভিন্ন সময় ঘটিত কমিটির নেতৃবৃন্দ। মসজিদ পরিচালনা কমিটির ২জন সভাপতি পর পর মারা গেলে গ্রামবাসীর একক মতামতের ভিত্তিতে মুতাওয়াল্লী নিযুক্ত করা হয় বিশিষ্ট আলেমেদীন মাও: মমতাজ উদ্দিনকে। জালাল উদ্দিন লিখিত বক্তব্যে আরো বলেন, বিগত ৫/৮/২০২০ ইং তারিখে গ্রামের সর্বস্থরের লোকজনদের নিয়ে মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে ৫ বছর মেয়াধী ১৫ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয় আলতাফুর রহমান চৌধুরীকে ও মুতাওয়াল্লী করা হয় মাও: মন্তাজ উদ্দিনকে লামাপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটি নিয়ে গ্রামবাসী তথা মুসল্লীদের মধ্যে কোন ধরনের বির্তক নেই। মসজিদ কমিটি সুষ্ঠ ভাবে দায়িত্ব পালন করে মসজিদের উন্নয়ন ও সংস্কার সহ সব ধরনের কাজ করে যাচ্ছেন। মসজিদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে গ্রামের কিছু কুচক্রি মহল মসজিদ সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সুনাম ক্ষুন্ন করার জন্য এলাকায় মিথ্যা উস্কানি মূলক অপপ্রচারে তৎপরতায় লিপ্ত রয়েছে যার করনে মসজিদ ও পরিচালনা কমিটির সুনাম ক্ষোন্য হচ্ছে। এসব অপপ্রচার থেকে কুচক্রী মহলকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় এবং এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রশাসন সহ সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সমস্য আব্দুল হান্নান,মইন উদ্দিন, সমাজসেবী মলন মিয়া চৌধুরী, তুরুব মিয়া চৌধুরী, সুফিয়ান আহমদ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন