দক্ষিণ সুরমার নগরীর কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দুই শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ই মে) দুপুরে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সহ সভাপতি তারেক উল ইসলাম ও সিনিয়র সহ সভাপতি ওসমান গনি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় পরিবারের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সমিতির সদস্যদের হাতে লিস্ট অনুযায়ী উপহার সামগ্রী হস্তান্তর করেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রবাসী উপদেষ্টা দুবাই প্রবাসী নাসিমুল বারী নোমান, উপদেষ্টা নূর আহমদ খান সাদেক, জুনেদ আহমদ, সাহেদ আহমেদ সহ কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। পরে মধ্যবিত্ত দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি