বর্তমান কাল করোনা কাল। মহামারি করোনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশেও এই ভাইরাস দিনের পর দিন বিস্তার লাভ করছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। সাধারণ মানুষ করোনাকালে হয়ে পড়েছে অসহায়। সারাদেশের ন্যয় সিলেটেও করোনায় থাবায় প্রাণ হারিয়েছেন ডাক্তার,রাজনীতিবিদসহ অনেক পরিচিত মুখ। করোনার প্রথমালগ্ন থেকে সিলেট শহরে অসহায় মানুষের পাশে এসে দাড়ায় চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটি। চ্যারিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ সমাজের হৃদয়বানদের সহযোগিতায় এগিয়ে আসেন অসহায় মানষের পাশে। রাতদিন বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। মানবিক বিমল পেয়ে আসছেন মানুষের ভালোবাসা ও দোয়া। এরই ধারাবাহিকতায় বুধবার সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে সুবিধাবঞ্চিত এতিম ও ছিন্নমূল পথশিশু ও বয়স্ক মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে জন প্রতি ৫০০ টাকা করে ১০০ জনকে ৫০.০০০ টাকা অনুদান প্রদান করেন তিনি। এই মহতী উদ্যোগে আর্থিক ভাবে সহায়তা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমলের প্রবাসী বন্ধু ও বড় ভাই। প্রেস-বিজ্ঞপ্তি।