
যুগভেরী ডেস্ক ::: শুক্রবার (১৪ মে) পালিত হবে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মানেই ঈদগায়ে ঈদের জহামাত।
তবে করোনা সংক্রমণের কারণে এবার সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ মাঠসহ কোনো ঈদগায়েই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। বিভিন্ন মসজিদেই হবে এবারের ঈদের নামাজ।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। একই সময়ে হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায়। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে তিনটি ঈদ জামাত।
এর মধ্যে সকাল ৭টায়, ৮টায়, ৯টায় ও ১০টায় জামাত অনুষ্ঠিত হবে। একই এলাকার কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দু’টি ঈদ জামাত হওয়ার কথা।
এছাড়া সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।
মসজিদে ঈদের নামাজ আদায়কালেও মানতে হবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি।