• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালন

Daily Jugabheri
প্রকাশিত মে ১৭, ২০২১
সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালন

সুনামগঞ্জ প্রতিনিধি ::: সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুুটের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. আপ্তাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, অমল কান্তি কর, অমল কান্তি চৌধুরী, অ্যাড. কল্লোল তালুকদার চপল, মাতাবুল হাসান সবুজ প্রমুখ। সভা শেষে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভা শেষে জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুুট গণমাধ্যমকে বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশে ফিরেছিলেন এবং আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেছিলেন বলেই তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে।’
নুরুল হুদা মুকুট আরও বলেন,‘ গত ৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের গঠনতন্ত্র লঙ্গণ করে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ৬ ইউনিটের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছেন। সভাপতি-সাধারণ সম্পাদক নিজেদের স্বার্থে এসব কমিটি গঠন করেছেন। এই কমিটি গঠনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন ৬টি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের বিষয়ে কোন নির্দেশনা নেই।’

সংবাদটি শেয়ার করুন