নিজস্ব সংবাদদাতা, চুনারুঘাট ::
হবিগঞ্জের চুনারুঘাটে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মে) সকাল ৭ টায় উপজেলার চান্দঁপুর চা বাগান বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে স্বপন মুন্ডা (২৪) ও বিশ্বজিৎ মুন্ডা (২৬)। তারা চান্দঁপুর চা বাগানের বাসিন্দা।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।’