• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট ফজিলাতুন নেসা

Daily Jugabheri
প্রকাশিত মে ২১, ২০২১
নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট ফজিলাতুন নেসা

যুগভেরী ডেস্ক ::::
নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন ফজিলাতুন নেসা। তিনি এখন পুলিশ সার্ভিস এরিয়া ফোরে কর্মরত আছেন।
গত ১২ মে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিউইয়র্ক পুলিশ বিভাগের অফিসিয়াল অ্যাকাউন্টে খবরটি শেয়ার করা হয়েছে। পোস্ট দুটির মন্তব্যের ঘরে অনেকে অভিনন্দন জানিয়েছেন নেসাকে।
বাংলাদেশ থেকে ২১ বছর বয়সে আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমান নেসা। ইংরেজি বিষয়ে পড়াশোনা ও চাকরি দুটোই সমানতালে সামলেছেন তিনি।
চাকরিতে বীরত্ব দেখিয়ে মর্যাদাসম্পন্ন সেঞ্চুরিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন নেসা। গত বছরের ফেব্রুয়ারিতে এক নারীকে ছাদ থেকে লাফ দেওয়া থেকে রক্ষা করেন তিনি। তাকে সহায়তা করেন অফিসার টোরেস।

সংবাদটি শেয়ার করুন