• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বজ্রপাতে প্রাণ গেলো আরো ৭ জনের

Daily Jugabheri
প্রকাশিত মে ২১, ২০২১
বজ্রপাতে প্রাণ গেলো আরো ৭ জনের

যুগভেরী রিপোর্ট ::
সিলেটের গোয়াইনঘাটের একজন সহ বজ্রপাতে আরো ৭ জন প্রাণ হারিয়েছেন।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতে বাবুল মিয়া (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল উপজেলার কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করছিলেন বাবুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা অনুমতি সাপেক্ষে মরদেহ নিয়ে স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।
জামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের জব্বারের খানের ছেলে এনামুল (৪০), হাসান আলীর ছেলে কালা মিয়া (৩৫), কাইল্লা শেখের ছেলে শাহ জামাল (৪৫), কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০)। গাইবান্দা ইউনিয়নের আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার ইউনিয়নের কালু শেখের ছেলে জবেদ আলী (৬০)।
জানা গছে, এই বজ্রপাতে ৩টি গরু মারা যায়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন