• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় ৩ জনের প্রাণহানী, হাসপাতালে ১৭৩

Daily Jugabheri
প্রকাশিত মে ২১, ২০২১
সিলেটে করোনায় ৩ জনের প্রাণহানী, হাসপাতালে ১৭৩

যুগভেরী রিপোর্ট ::::
সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭২ জন। যার মধ্যে ৪১ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন। বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জেন ৪ জন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১১ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৭২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১২২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪২ জন। এরমধ্যে সিলেটের ২৯ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারে ৫ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন তাদের মধ্যে ২ জন সিলেট জেলার ও ১জন সুনামগঞ্জের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন