• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে হারপিক পানে এক যুবকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত মে ২২, ২০২১
নবীগঞ্জে হারপিক পানে এক যুবকের মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে হারপিক পান করে আলী হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মে) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আলী হোসেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইর গ্রামের মৃত আলতাব হুসেনের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের লোকজনের অগোচরে হারপিক পান করে আলী হাসান। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। তবে আলী হাসানের হারপিক পানের কারণ জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্ত শেষে দাফন করার কথা রয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন