• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নগরীর পাটানটুলায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত মে ২২, ২০২১
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নগরীর পাটানটুলায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

যুগভেরী ডেস্ক ::: ফিলিস্তিনে ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর পাটানটুলায় তৌহিদী জনতার পক্ষ থেকে শুক্রবার (২১ মে) বাদ জুম্মা নামাজের শেষে নগরীর পাঠাটুলা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আম্বরখান পয়েন্ট গুড়ে পূনরায় পাঠাটুলা পয়েন্টে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক আহমদ দ্বারা সভাপতিত্বে ও  মোহনা সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সদস্য আফছর খানের পরিচালনায়

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ,বিশেষ অতিথির বক্তব্য  রাখেন পাটানটুলা নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা হাবিবুর রহমান, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান হাবিব, সালেক আহমদ,  সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, হাসান খান, আকমল খান,জাবির হোসেন ময়না,কামরান খান,আজিজ খান সজিব, সাব্বির কামালি, রাসেল আহমদ, সাহান খান, কবির খান, সাইফুর রহমান জেবু, হাবিবুর রহমান হাবিব, সালেক আহমদ,  সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, হাসান খান, আকমল খান,জাবির হোসেন ময়না,  রেজওয়ান আহমদ, কামরুল ইসলাম,কামরান খান,আজিজ খান সজিব, সাব্বির কামালি,  রাসেল আহমদ, ফারুক আহমদ, সেবুল আহমদ, আব্দুল মালেক আতিক, জেবুল আহমদ,কাঞ্চন মিয়া, ওয়াজিবুর রহমান, আইয়ুব উদ্দিন, মান্না নুর, সদা মিয়া তাওহীদ খান আদি  প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন,ইসরাইলীদের বর্বর হামলায় অসহায় ফিলিস্তিনিরা সাধারন নাগরিকদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল যেভাবে ফিলিস্তিনিদের সাধারণ মানুষকে মারছে তা কোনোভাবেই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন