• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত জুন ১৬, ২০২১
সিলেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকারের লাগামহীন লুটপাট আর দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। নিশিরাতের সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে। এখন নিজেদের অপকর্ম আড়াল করতে তার জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কারন তারা জিয়া পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। সরকার সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আতঙ্কে থাকে। কারন তারা দেশে স্বাধীন ভাবে রাজনীতি করার সুযোগ পেলে আওয়ামীলীগে অস্তিত্ব থাকবেনা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। আওয়ামী লীগের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। ক্ষমতা হস্তান্তর না করলে বিএনপির আন্দোলন চলবেই। এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না। এই ফ্যাসিস্ট সরকারের সময় আর বেশী বাকি নেই। ইনশাআল্লাহ অচিরেই দেশে জনগণের সরকার প্রতিষ্টা হবে। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, ছাত্রদল নেতা মো: তানভীর আহমেদ এরশাদ, আজির উদ্দিন চেয়ারম্যান, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, হাজী শাহাব উদ্দিন আহমদ, আবুল কাশেম, মাহবুব আলম, কোহিনূর আহমদ, আজিজুর রহমান আজিজ, আলী আকবর, তাজরুল ইসলাম তাজুল, শাকিল মোর্শেদ, মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন