‘জাগ্রত হোক বিবেক- জয় হোক মানবতার’ এই স্লোগানকে সামনে রেখে ও হাওর অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ‘জাগ্রত হাওর উন্নয়ন ফোরাম’এর কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ জুন) রাত ৮টায় সিলেটস্থ জাস ইনস্টিটিউটে এই সম্মেলন সম্পন্ন হয়।
চৌধুরী রোবায়েত হোসেন রবিনের সভাপতিত্বে ও মো. আমিন উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, জুলহাস আহমদ সুমন, আরোও বক্তব্য রাখেন জামাল আহমেদ, লুকেশ দাস, মো. রুহুল আমিন, মিহির কান্তি তালুকদার, মো. ফেরদুল আলম, মাফিকুল ইসলাম, অচিন্ত্য রায়, অলিউর রহমান চৌধুরী ইমন, সানোয়ার হোসেন তালুকদার, আশরাফুল আলম আশরাফ, মোহাম্মদ সাজ্জাদ খান, সাজ্জাদুর রহমান খোকন, আবু হুরায়রা রুবেল, রুমান আরমান, শাহ সাব্বির অন্তর প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে চৌধুরী রোবায়েত হোসেন রবিনকে প্রধান উপদেষ্টা, মো. রুহুল আমিনকে সভাপতি এবং মিহির কান্তি তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি