• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিন : শফি আহমদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত জুন ২২, ২০২১
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিন : শফি আহমদ চৌধুরী

 

যুগভেরী ডেস্ক ::: জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক দু’বারের এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সাধারণ মানুষের  আবেগের মর্যাদা দিতে গিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি।  অতিতের সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন সহ এই অঞ্চলের মানুষের মৌলিক দাবী পূরণ করেছি। একটি মাত্র দাবী বর্তমানে সিলেট-০৩ আসনে সর্বত্র গ্যাস সর্বরাহ করা।  নির্বাচিত হলে ইনশাল্লাহ মা-বোনদের এই দাবী পূরণ করবো।
তিনি বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের মুখে হাসি ফুটানোই একমাত্র লক্ষ্য। তিনি একটি অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত  আহ্বান জানানা।
রবিবার (২০ জুন) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় কালে শফি আহমদ চৌধুরী এই আহ্বান জানান। এসময় লালাবাজার বাসীর পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন