• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে শিশু বাকপ্রতিবন্ধী মুক্তার নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৩, ২০২১
জামালগঞ্জে শিশু বাকপ্রতিবন্ধী মুক্তার নিখোঁজ

যুগভেরী ডেস্ক :::::
জামালগঞ্জে মো. মুক্তার হোসেন নামের ৯ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। সে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ওলীনূর ও আফারুন নেছার ছেলে। সহৃদয়বান কেউ এই শিশু ছেলেটির সন্ধান পেয়ে থাকলে ০১৭৪০২৮২৮৯৬ এই নাম্বারে যোগাযোগ করার জন্য মা আফারুন নেছা অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, মুক্তার হোসেন গত ২১ জুন সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সে পার্শ্ববর্তী বাজারহাটে ভিক্ষাবৃত্তি করে বেড়াত। দিন শেষে প্রতিদিন সে বাড়ি ফিরলেও ওইদিন বাড়ি না ফেরায় মা আফারুন নেছা ছেলের সন্ধানে দিকব্দিক ছোটাছুটি করেও তার সন্ধান পাননি। ছেলের সন্ধানে পাগলপ্রায় মা এখনও এখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি জানিয়েছেন, আমার ছেলেটা বোবা, কথা বলতে পারে না। গত সোমবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ওইদিন আমার কাছে সে ৫টা টাকা চেয়েছিল, আমি দিয়েছি। ৪-৫ মাস আগে তার বাবা মারা গেছেন। মুক্তারই আমার শেষ সম্ভল। আপনারা কেউ তার সন্ধান পেলে দয়া করে আমার মোবাইলে জানাবেন, এই অনুরোধটুকু রইল।

সংবাদটি শেয়ার করুন