• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গোলাপগঞ্জে গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৪, ২০২১
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গোলাপগঞ্জে গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে নিজাম উদ্দিন (৪৮) নামের এক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকাদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নিজাম উদ্দিনগোলাপগঞ্জ সদর ইউনিয়নের শেরপুর খলাগ্রাম এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড রয়েছে। এছাড়াও মৌলভীবাজার সদর থানার একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীও তিনি।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন