• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারায় কেয়ার জিএসকে ও ইনিশিয়েটিভ প্রকল্পের সম্মাননা প্রদান অনুষ্ঠান

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৪, ২০২১
দোয়ারায় কেয়ার জিএসকে ও ইনিশিয়েটিভ প্রকল্পের সম্মাননা প্রদান অনুষ্ঠান
দোয়ারাবাজার প্রতিনিধি ::::
দোয়ারাবাজার উপজেলার কেয়ার জিএসকের সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সাল থেকে কেয়ারের সহযোগিতায় ৬ মাসের প্রশিক্ষন নিয়ে উপজেলায় মোট ৩৬ জন কর্মী মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও প্রসুতী মায়েদে বাড়ি বাড়ি গিয়ে সরকারি বা কোন এনজি সংস্থার অনারিয়াম ছাড়াই সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ এর সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কেয়ার প্রজেক্ট অফিসার বিকাশ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম,দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুদ্দিন আহমদ,বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ, সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা মন্ডলি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম, সংবাদ কর্মী মো. আশিক মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম,ঢাকা আহসানিয়া মিশনের উপজেলা কো-অর্ডিনেটর ব্রজ মাধক সরকার, সদর ইউনিয়ন পরিষদের সচিব মো.গোলেনুর মিয়া,লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সচিব ওয়ালিউল্লাহ ও সকল সিএইচসিবি সদস্য গণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন