• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জল্লারপারের ‘জল্লা’ খনন কাজ পরির্দশন করেছেন সিসিক মেয়র ও জেলা প্রশাসক

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৪, ২০২১
জল্লারপারের ‘জল্লা’ খনন কাজ পরির্দশন করেছেন সিসিক মেয়র ও জেলা প্রশাসক

নগরের জল্লারপারের ‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ চলছে। জলাশয় সংরক্ষনের উদ্দ্যোগ হিসেবে প্রায় ৫ একর ভূমির জল্লায় গত  মঙ্গলবার  (২২ জুন ২০২১) থেকে এই কর্মসূচী শুরু হয়।

বৃহস্পতিবার (২৪ জুন ২০২১) সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সাথে নিয়ে জল্লা’র পরিচ্চ্ন্নতা কর্মসূচী পরিদর্শনে যান।

এসময় জল্লার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সিসিক মেয়র ও সিলেট জেলা প্রশাসক।

প্রাকৃতিক এ জলাশয়  সংরক্ষনে পরচ্ছিনতা ও খনন কাজ শেষে জল্লার চারদিকে ওয়াকওয়ে ও বসার স্থান নির্মাণ করা হবে জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জল্লা’র বেশ কিছু   ভূমি বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শিঘ্রই জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জল্লাকে পুরোপুরি দখল মুক্ত করা হবে।এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স-এর সভাপতি এটিএম সুয়েব, সিলেট মহানগর পুলিশের উপ পলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এবং সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন