• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩, ২০২১
জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা
গোবিন্দ দেব  জগন্নাথপুর (সুনামগঞ্জ) ::  কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চারজনকে জরিমানা প্রদান করা হয়েছে।
শনিবার  (৩  জুলাই) দুপুরে তৃতীয় দিনে  নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম আহমের  এসব জরিমানা প্রদান করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার ১ জুলাই  থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে।
লকডাউন কার্যকর করতে তৃতীয়  দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের যৌথ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার  আশারকান্দি, মিরপুর, ইউনিয়নের নয়াবন্দ বাজারে,মিরপুর, বাজার, পৌর এলাকার কেশবপুর বাজার,  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না হয় ৮  ব্যবসায়ী কে ২৫ ০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে অযথা বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।।
সংবাদটি শেয়ার করুন