• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৩য় দিনে তৎপর প্রশাসন

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩, ২০২১
নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৩য় দিনে তৎপর প্রশাসন
 উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) 
চলমান কঠোর লকডাউনের ৩য় দিনে ৩ জুলাই নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় পৌর এলাকার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ১৪ টি মামলা ও ৭ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ।
সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার (৩ জুলাই) চলমান লকডাউনের ৩য় দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারসহ উপজেলার কাজির বাজার, ফার্ম বাজার, সোনাপুর বাজার ও অলিমপুর বজারে ভ্রাম্যমান আদালত চালিয়ে দণ্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ এবং সংক্রমন রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে ১৪ টি মামলা ও তাদেরকে ৭ হাজার ৪’শ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।
সংবাদটি শেয়ার করুন