• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভস্মীভূত হওয়া পরিবারে ‘উন্নয়ন ফোরামের সহায়তা সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩, ২০২১
ভস্মীভূত হওয়া পরিবারে ‘উন্নয়ন ফোরামের সহায়তা সামগ্রী বিতরণ

শংকর দত্ত, ছাতক ::

ছৈলা আফজলাবাদ ইউনিয়নে উন্নয়ন ফোরামের উদ্যোগে অাগুনে ভস্মীভূত হওয়া পরিবারে কাপড় ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ।

জানা যায়, ছাতকের ছৈলা অাফজলাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় পলির গ্রামে ১জুলাই বৃহস্পতিবার রাত্রে অাগুনে মকবুল আলী,সাদ্দেক আলী ও রাজুর বাড়িঘর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

৩জুলাই, উন্নয়ন ফোরাম সংগঠনের আহবায়ক মাওলানা আখতার আহমেদ নেতৃত্বে একটি দল  তিনটি পরিবারের ১৭জন লোকের জন্য নতুন কাপড়, খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন গিয়াস,কাওছার আহমদ,নিরাপদ সড়ক চাই,ছাতক উপজেলা শাখার আহ্বায়ক বিধান দে,সংগঠনের যুগ্ম আহবায়ক পংকজ দত্ত,মাহবুবুর রহমান,আব্দুল আউয়াল,তাজ উদ্দিন, আরজু মিয়া, হোমিওপ্যাথিক ডাঃ নিরঞ্জন দেবনাথ শশী,সালেহ আহমদ প্রমুখ।

সংগঠনের অাহব্বায়ক মাওলানা অাকতার অাহমদ বলেন, এই তিন পরিবারে ১৭ সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। অামারা অামাদের সংগঠনের এবং ব্যাক্তিগত আমরা যতোটুকু সম্ভব হয়েছে ততটুকু চেষ্টা করেছি। তিনি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাহায্যে কামনা করেন।

মকবুল অালী ও তার পরিবার সরকার ও সমাজের বিত্তবানদের তাদের সাহায্যার্থে হাত বাড়ানোর কথা জানান।

সংবাদটি শেয়ার করুন