• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ও লকডাউনে জনজীবন স্বাভাবিক

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ও লকডাউনে জনজীবন স্বাভাবিক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জে বন্যার পানি বৃদ্ধি না পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ এলাকা নিচু এলাকা থাকায় পানিবন্দী হয়েছেন সাধারণ মানুষ। সুরমা এবং মহাসিং নদীর পানি স্বাভাবিক থাকায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একদিকে করোনার প্রকোপে লকডাউনের তৃতীয় দিনে দিশেহারা গ্রামগঞ্জের সাধারণ মানুষ অন্যদিকে বন্যার পানিতে অধিকাংশ এলাকা স্বাভাবিক থাকায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু জানান, আমার ইউনিয়নের মুরাদপুর, শিমুলবাক, তথলের বন্দ, লালুখালী এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে, পানি বন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে বন্যার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, উপজেলায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১/২ দিনের ভিতরে বন্যার্থদের মাঝে ত্রান বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন