• ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

দিরাইয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৫, ২০২১
দিরাইয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি  ::::  
সুনাগঞ্জের দিরাইয়ে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত ছুরিকাঘাতে লেচু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার  ভাটিধল গ্রামের  মৃত হামিদ মিয়ার ছেলে।
গতকাল সোমবার দুপুরে ধলবাজারে এ হামলায়  ঘটনা ঘটে। পরে সিলেটের এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লেচু মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ধল বাজারের একটি সেলুনে বসা ছিল ভাটিধল গ্রামের যুবক লেচু মিয়া।  এসময় একই গ্রামের তাদের প্রতিপক্ষ  আব্দুস শহীদের ছেলে ঝন্টু মিয়া ধারালো ছুরি দিয়ে অতর্কিতভাবে লেচু মিয়াকে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা লেচু মিয়াকে রক্ষা করার চেষ্টা করে। তবে ছুরিকাঘাকে লেচু মিয়া গুরুতর আহত হয়। তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে লেচু মিয়া মারা যান।
 দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ছুরিকাঘাতে আহত লেচু মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। হামলাকারীকে আটক করার চেষ্টা চলছে। ‘
সংবাদটি শেয়ার করুন