• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৭, ২০২১
জগন্নাথপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু
প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ): 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান লকডাউনে খেটে খাও য়া নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  বুধবার উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান লকডাউনে নিম্ম আয়ের মানুষের জন্য সারাদেশে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় ৭ শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীপণ্য প্রদান করা হচ্ছে। বুধবার থেকে এসব বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ চলমান লকডাউনে খাবার সংকটে থাকা মুক্তিযোদ্ধা পরিবার, দিনমজুর, প্রতিবন্ধী, পত্রিকার হকারসহ এ ধরনের আরো ৫ টি বাড়িতে ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, চলমান লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। সংকটকালীন সময়ে কেউ যাতে খাবার সংকটে না ভূগে তাই খোঁজ নিয়ে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন