• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানালেন নারী এসিল্যান্ড

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানালেন নারী এসিল্যান্ড

সুনামগঞ্জ প্রতিনিধি ::: সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূর মিয়া (৮৯) বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। ( ইন্না… রাজিউন)। মঙ্গলবার দুপুরে তার নামাজে যানাজার আগে গার্ড অব অনার দিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ভূমি কর্মকর্তা সাদিয়া সুলতানা। জানাযা শেষে তাকে গ্রামের গোরস্তানে গোরদাফন করা হয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে ৮৯ বছরে মারা যান নূর মিয়া। মত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে শেষ যাত্রায় বিদায় জানাতে ছুটে যান সদর উপজেলা ভূমি কর্মকর্তা সাদিয়া সুলতানা। তিনি বীর মুক্তিযোদ্ধা নূর মিয়াকে বিউগলের করুণ সুরে গার্ড অব অনার দেন। এদিকে বীর মুক্তিযোদ্ধার বিদায়কালে সশ্রদ্ধ গার্ড অব অনার দেওয়ায় উপজেলা ভূমিকর্তাতে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে শোকও জানান। গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল আহমদ প্রমুখ। এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন