• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা দক্ষিণ সুরমা শাখার কর্মসূচি পালিত

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা দক্ষিণ সুরমা শাখার কর্মসূচি পালিত

বাংলাদেশের উন্নয়নের স্বর্ণযুগের রূপকার, সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (১৪ জুলাই) বুধবার বাদ আছর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নিজ সিলামে আলোচনা সভা এবং পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় পার্টি দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপা নেতা এবং সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা নেতা আহসান হাবিব মইন, বাসির আহমদ, ফয়েজ আহমদ, উপজেলা জাপা নেতা বাবলু মিয়া, আব্দুর রব ও রুয়েল মিয়া। অনুষ্ঠানে উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে মরহুম রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় সিলাম তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুল ইসলাম। পরে তবরক বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন