• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তারাপুর প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
তারাপুর প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নগরীর পাঠানটুলায় তারাপুর প্রিমিয়ার লীগের উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার ( ১৮ জুলাই) বিকেল ৫টায় তারাপুর মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কান্ত এফ.সিকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে সঙ্গীত এফ.সি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তারাপুর দূর্গাপূজা কমিটির সভাপতি সমর রায়, শ্যামল পাশী। তারাপুর চা বাগান ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঙ্গীত রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনুল গাজী, তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদী, সাধারণ সম্পাদক সুনীল মোদী, হাবিবুর রহমান অভি, জয়নাল আহমদ, মাইন উদ্দিন আকাশ, জগন্নাথ রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। খেলা পরিচালনা করেন নাহিদ আরিফ । প্রতিযোগিতার বিশেষ আকর্ষন প্রথম পুরস্কার ছিল ট্রফি। খেলায় রানারআপ হয় কান্ত এফ.সি দল।

সংবাদটি শেয়ার করুন