• ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হাওয়াপাড়ার প্রতিবন্ধী নারী নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৮, ২০২১
হাওয়াপাড়ার প্রতিবন্ধী নারী নিখোঁজ

সিলেট নগরীর হাওয়াপাড়া এলাকা থেকে হেলেনা বেগম (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন। হেলেনা বেগম হাওয়াপাড়া এলাকার দিশারী-৭৪/১ বাসার মৃত মুসলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় রোববার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৬৭৪) করেছেন হেলেনার ছোটভাই মো. রিপন আহমদ।
জানা গেছে, গত শনিবার দুপুর ১২টায় মানসিক প্রতিবন্ধী হেলেনা বেগম কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্বজনেরা বহু খোঁজাখুজি করেও হেলেনার কোনো সন্ধান পাননি। পরদিন রোববার কোতোয়ালি থানায় জিডি করেন হেলেনার ভাই রিপন।
হেলেনা বেগমের বয়স ৫০ বছর, তার উচ্চতা আনুমানিক ৪ ফুট ৭ ইঞ্চি, শারীরিক গড়ন হালকা পাতলা, চুলের বর্ণ ও ধরণ সাদা কালো, গায়ের রং উজ্জল শ্যামলা, মুখম-ল গোলাকার, চোখের বর্ণ কালো, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় হেলেনার পরনে হালকা আকাশী রঙের সুতি কাপড় ছিলো।
কোনো সুহৃদয়বান ব্যক্তি হেলেনা বেগমের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা হেলেনার ভাই মো. রিপন আহমদের (মোবাইল: ০১৬১৬-৩৯৭৩২৪) সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন