• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউন বাড়ানোর বিষয়ে এখনও আলোচনা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
লকডাউন বাড়ানোর বিষয়ে এখনও আলোচনা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্ধৃত করে কয়েকটি সংবাদ মাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করে।  ‘চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত অফিস করেন। তবে এ ধরনের কোনো বক্তব্য বুধবার তিনি রাখেননি। যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্ধৃত করে কয়েকটি সংবাদ মাধ্যম খবরের শিরোনাম করে, লকডাউন নামে পরিচিতি পাওয়া চলমান কঠোর বিধিনিষিধ ৫ আগস্টের পর আর থাকছে না।   দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয় খবরটি।  তবে সংবাদটি সত্য নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো কথা বলেননি।   তিনি বলেন, ‘চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত অফিস করেন। তবে এ ধরনের কোনো বক্তব্য আজ (বুধবার) তিনি রাখেননি। যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করেছে।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে, ৫ আগস্টের পর আর লকডাউন দেয়া হবে না। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী বুধবার এ ধরনের কোনো কথা বলেননি।’
এরপর বেশ কয়েকটি সংবাদপত্র তাদের প্রতিবেদনটি সরিয়ে নয়, কয়েকটির শিরোনাম পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধিনিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৈঠক শেষে তিনি বলেছিলেন, ‘আমাদের যে লকডাউন চলছে এটা চলতেই থাকবে। আমাদের যে টার্গেট ৫ তারিখ পর্যন্ত সেই ৫ তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকে রিকুয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকুয়েস্ট বোধহয় গ্রহণ করতে পারছি না।’
শাটডাউন আর বাড়ানো হবে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘লকডাউন বাড়ানো নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে যে ৫ তারিখ (আগস্ট) পর্যন্ত লকডাউনটা থাকবে।’

সংবাদটি শেয়ার করুন