• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে মৃত্যু ও সংক্রমণে নতুন রেকর্ড

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
সিলেটে মৃত্যু ও সংক্রমণে নতুন রেকর্ড

যুগভেরী ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জনে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর আগে গত ২৬ জুলাই একদিনে ১৪ জনের সর্বোচ্চ মৃত্যু দেখে সিলেট।
এছাড়া মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা বিভাগটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল মঙ্গলবার সিলেটে একদিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়ালো।
বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৩৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৮০০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৩৪৭ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৩৬ জন করোনা আক্রান্ত রোগীর ২৮৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২২৫ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। যার ৩৮ দশমিক ২৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ২২ শতাংশ ও মৌলভীবাজারে ৪০ দশমিক ৯৮ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী। তাদের ৯ জনই সিলেট জেলার, একজন হবিগঞ্জ ও দুই জন জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৫১৬ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫৫ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০ জন, ৩ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলার ৭ জন, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬২ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ২৮ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৪০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৩৫ জন সুনামগঞ্জে, ৩ জুন হবিগঞ্জে, ৭২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ১৭৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৩৮ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৫৫৪ জন ও ওসমানী হাসপাতালে ১৭৮ জন।
এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ২১১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৩১, সুনামগঞ্জ ৯৯, হবিগঞ্জ ৪৪ ও মৌলভীবাজার জেলায় ৩৭ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১০১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন