করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সুস্থ্যতা কামনায় বৃহস্পতিবার বাদ এশা জেলা কৃষকলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষকলীগের কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্বপাদক রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি ডা. মিফতাহুল হোসেন সুইট, কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাইয়ুম বক্ত, ধর্ম-বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন তারা মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মুস্তাকুর রহমান, জেলা কৃষকলীগ নেতা ফখরুল ইসলাম, মো. মকবুল হোসেন, শামীম কবীর, আব্দুল কাইয়ুম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, ক্বারী মাওলানা আব্দুল মুমিন।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সুস্থতা সহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি