• ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লকডাউনের অষ্টম দিনে সিলেটে ২৩ মামলা, আটক ৩১ যানবাহন

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩০, ২০২১
লকডাউনের অষ্টম দিনে সিলেটে ২৩ মামলা, আটক ৩১ যানবাহন

যুগভেরী রিপোর্ট ::::

কঠোর লকডাউনের অষ্টম দিন শুক্রবার সিলেটে ২৩টি যানবাহনে মামলা ও ৩১টি আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছ, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ১৩টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার ও অন্যান্য ৪টিসহ ২৩টি যানবাহনে মামলা দেওয়া হয়। এছাড়া ১২টি সিএনজি চালিত অটোরিকশা, ৬টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার, অন্যান্য ১২টিসহ ৩১টি যানবাহন আটক করা হয়।

অপরদিকে পুলিশি, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।

সংবাদটি শেয়ার করুন