• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু : শনাক্ত ৩৪০

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু :  শনাক্ত ৩৪০

যুগভেরী ডেস্ক ::: শুক্রবার সকাল ৮টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৩৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৩৪০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৪৫৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪৯৫ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৩৪০ জন করোনা আক্রান্ত রোগীর ১৭৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৩২ জন, হবিগঞ্জের ৫৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযারী শনিবার বিভাগে শনাক্তের হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ। যার ৩৩ দশমিক ৮২ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩৩ দশমিক ১৯ শতাংশ, হবিগঞ্জে ৩৯ দশমিক ৬৪ শতাংশ ও মৌলভীবাজারে ৪৬ দশমিক ৪১ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন রোগী। তাদের ২ জন সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৯৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, ৫ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলায় ১ জন, মৌলভীবাজারে ৪জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭৫ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ২৮ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১১০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৯ জন সুনামগঞ্জে, ৭ জুন হবিগঞ্জে, ৭৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ৫৩৮ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৭৫৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩১৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০০ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৭৬৪ জন ও ওসমানী হাসপাতালে ২০২ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের সকলেই সিলেট জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন